F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। F3: এটি চাপলেমাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়। F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়। F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়। F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়। F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়। F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়। F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে। F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়। F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় । F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
F1 থেকে F12 কী এর কাজ ............।
Posted by জুনাইদ মাহাদি on ১০:২৬ AM
F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। F3: এটি চাপলেমাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়। F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়। F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়। F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়। F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়। F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়। F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে। F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়। F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় । F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
ফেসবুক থেকে কমান্ট করুন
আপনার ভাল লাগতে পারে এমন কিছু পোস্ট

- আপনার ব্লগে যুক্ত করুন Skype কল বাটন
- হ্যাকিংয়ে সার্চ ইন্জিন অপটিমাইজেশন (এইচএসইও)
- হ্যাকিং এর কিছু ইতিহাস
- Grameen Phone এ ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন (পদ্ধতি ২)
- মোবাইল থেকে গেম অ্যাপ সহ আর অনেক কিছু ডাউনলোডের ভাল কিছু ওয়েবসাইটের ঠিকানা
- ড্রাইভার সমস্যা ? মাদারবোর্ড এর ড্রাইভার হারিয়ে গেছে !! ......।। দেখেনিন
- কাজ করা ছাড়াই 30$ আয় করুন ফ্রী
- শুধু আপনার জন্য অসাধারন 99 টি ফন্ট , একটু দেখে নিন
- গুগল ডর্কের এক বিশাল সংগ্রহশালা
- Bangla Radio : Radio Amader
- হ্যাকার কারা এবং কি করে তারা ?
- জেনে নিন কোন গ্রুপের রক্তের মানুষ কেমন হয় । ।। ।
- প্রয়োজনীয় কিছু সফটওয়্যার
- মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করুন একদম ফ্রি.........
- আপনার ব্লগে TOP বাটন যুক্ত করুন
- আনলিমিটেড ইন্টারনেট চালান, একদম ফ্রী.................. !!( ১০০% কাজ হবে)
- প্রয়োজনীয় ১১৬ রান কমান্ড
- Run কমান্ড দিয়ে অটুমেটিক কম্পিউটার সাটডাউন করুন
- একটি সফটওয়্যার এর সাহায্যে আপনার পিসির যাবতীয় সমসসার সমাধান করুন .........।।
- ডাউনলোড করুন গুগল ডেস্কটপ!!
- Hindi Radio : Craze FM Radio
- কম্পিউটার এ USB পোর্ট বন্ধ রাখুন
- উইন্ডোজ ৭ ব্যবহার করুন এখন পুরো বাংলা ভাষায়
- Online এ থাকা যে কারো PC কে Shutdown/Restart/Logoff করুন
- ব্লগে কিভাবে রিসেন্ট কমান্ট গ্যাঁজেট যুক্ত করবেন !!! (১)
- Qubee ও Banglalion কে হ্যাক করে ডাউনলোড করুন একেবারে ফ্রী .....................।
- YuoTube থেকে ভিডিও ডাউনলোডের সহজ উপাই
- ফাইল লক করুন কোন সফটওয়্যার ছাড়া।
- উইন্ডোজ ৭ ও এক্সপি ইন্সটল করুন পেনড্রাইভ দিয়ে ! (2)
- Bhoot FM / ভূত এফএম পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা গুলো এবার এখানেই শুনুন
