Blogger Widgets
আপনি ফেসবুক এ এই ব্লগ এর ফ্যান পেজ টা ঘুরে আসতে পারেন , আর ভাল লাগলে একটা লাইক দিতে ভুলবেননা . Please Go our Facebook Fan page!

Liked us?

Blogger Widgets


PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যাবহারকারী Software, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে মেক  এবং আইপি আড্রেস পরিবর্কতন করে অন্য সার্ভার থেকে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet সম্পূর্ণ ফ্রি-তে ব্যাবহার করতে পারবেন। এটি Internet এ ব্যাবহারিত আপনার সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো ব্যাবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।

এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।

ব্যাবহার বিধিঃ
ধাপ ১# প্রথমে http://www.pdproxy.com/ এই লিঙ্ক এ গিয়ে Signup For FREE লিখাতে ক্লিক করুন।

PD+proxy+login+u PD Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন।

ধাপ ২# এরপর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফরম আসবে। এটা যথাযত ভাবে পূরন করে Signup এ ক্লিক করুন।




PD+proxy+Register+u PD Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন।



ধাপ ৩#  এরপর আপনার দেওয়া Email ID তে একটি Confirmation mail প্রেরণ করা হবে।
আপনার ইমেইল আইডিতে প্রবেশ করে Inbox হতে mail টি ওপেন করে Confirmation Link এ ক্লিক করতে হবে। এরপর তা আবার PD-Proxy ওয়েব সাইটে Redirect হবে।
এরপর এখান থেকে PD-Proxy  Softwareটি download করে নিন।

PD+proxy+Download+u PD Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন।


ধাপ ৪#   ডাউনলোড হবার পর PD-proxy_VPN.zip বা .rar ফাইলটি open করুন। এখান থেকে PD-Proxy.exe ফাইলটি Administrative mode এ open করুন।

PD+proxy+open+u PD Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন।

ধাপ ৪#  এরপর চিত্রের মত আপনার রেজিস্টার-কৃত User name ও Password দিয়ে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে connection পেয়ে যাবে।

PD+proxy+u PD Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন।

এখন থেকে প্রতিদিন এভাবে Free 100 MB internet ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়া।
এরপরও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর কে কে পেরেছেন তা তো অবশ্যই বলবেনই icon biggrin PD Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন।
[ Read More ]


আজকে আমি যে পোস্টটি করব সেটি সেইসব মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ যাদের হার্ডডিস্ক ছোট। এরকম পোস্ট অনেক ওয়েবসাইটে পাওয়া যায়। তবে বেশিরভাগ ওয়েবসাইটে VirtualDub এর কথা বলা হয়। আমি ঐ সফটওয়্যারটি ব্যাবহার করে দেখেছি। নিঃসন্দেহে ভাল সফটওয়্যার। তবে আমার কাছে আরেকটি সফটওয়্যার বেশি ভাল মনে হয়েছে। আপনারাও try করে দেখুন
এই পদ্ধতি তে আমরা যে সফটওয়্যার ব্যাবহার করব তার নাম Handbrake। এটি খুব ছোট একটি সফটওয়্যার। নিচের লিঙ্ক থেকে Handbrake নামিয়ে নিন।
http://www.tusfiles.net/j6gjn97og10o 
এই সফটওয়্যার ব্যবহার করার জন্য আপনার কাছে অবশ্যই ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ থাকতে হবে। নিচের লিঙ্ক থেকে ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ নামিয়ে ইন্সটল করে নিন।
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=17718
ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ ইন্সটল করে Handbrake ইন্সটল করুন। এবার ডেস্কটপ থেকে Handbrake চালু করুন। Source এ ক্লিক করে Video File সিলেক্ট করুন অথবা Ctrl+O চাপুন। যে ফাইলটি কনভার্ট করবেন তা সিলেক্ট করুন। এবার Destination এ Browse ক্লিক করুন এবং যেখানে যে নামে সেভ করতে চান তা লিখুন। এরপর Video ট্যাব এ আসুন। Video Codec এ H.264 (x264) ও Framerate (FPS) এ Same as source নির্বাচন করুন।
এরপর আসুন Audio ট্যাব এ। Audio Codec এ AC3 (ffmpeg) ও Mixdown এ Stereo এবং Bitrate এ 128 নির্বাচন করুন।
এবার স্টার্ট এ ক্লিক করলে এনকোডিং প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হলে ফাইল সাইজ চেক করুন। দেখবেন ছোট হয়ে এসেছে। এই ট্রিকটি আপনি ডিভিডি ফাইলগুলোর ক্ষেত্রে ব্যাবহার করলে অনেক ভাল ফল পাবেন। আমি ডিভিডি থেকে সিনেমা রিপ করেছি এই সফটওয়্যার দিয়ে। এবং ফাইলগুলো শুধুমাত্র ২০০-৩০০ মেগাবাইট হয়েছে। AVI ফাইলগুলোর ক্ষেত্রেও অনেক ভাল ফল পাওয়া যায়। আমি Spirit নামে একটি এনিমেশন ডাউনলোড করেছিলাম যার সাইজ ছিল 1.45GB। কিন্তু Handbrake দিয়ে এনকোড করার পর তার সাইজ 500MB তে দাঁড়িয়েছে। নিচে ঐ এনিমেশনের কিছু স্ক্রিনশট দিলাম
এখানে আরেকটি কথা বলা দরকার। ইন্টারনেট এ যেসব মুভি আপলোড করা হয় সেগুলো সাধারণত আগে থেকেই কম্প্রেস করা থাকে। কম্প্রেস করা ফাইল আবার কম্প্রেস করলে কোন লাভ হবে না। কোন ফাইল কম্প্রেস করা কি না তা জানা খুব সহজ। আপনি যদি Media Player Classic ব্যাবহার করেন তাহলে যে ফাইল সম্পর্কে জানতে চান তা আগে প্লে করুন। তারপর উপরে File মেনু তে গিয়ে Properties এ যান। যদি ফাইলটি H.264 (x264) কোডেক এ থাকে তাহলে ওটি কম্প্রেস করা। অন্য কোন কোডেক যেমন Xvid, MPEG ইত্যাদি থাকলে কম্প্রেস করুন ছোট হবে। MKV ফাইল কম্প্রেস করবেন না। কারণ MKV ফাইল H.264 (x264) কোডেক এ কম্প্রেস করাই থাকে।
আশা করি এটি আপনার কাজে দেবে। ভাল লাগলে কমেন্ট করে জানাবেন…কোন কিছু বুঝতে না পারলে কমেন্টে প্রশ্ন করবেন। আমি যত দ্রুত পারি জবাব দেওয়ার চেষ্টা করব…পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
[ Read More ]


প্রতিনিয়তই আমরা অনলাইনে বিভিন্ন কারণে ছবি, ভিডিও, সফটওয়ার আরো কতকিছুই আপলোড করে থাকি। এই আপলোডকৃত ফাইল থেকে যদি কিছু আয় করা যায় তবে মন্দ কি। এমনই একটা ফাইল শেয়ারিং সাইট  একদম ফ্রিতে 250 GB পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন,  আর আপনার এই আপলোডকৃত ফাইলগুলো যে কেউ ডাউনলোড করলে আপনার একাউন্ট ব্যালান্স বৃদ্ধি পাবে। তো আর দেরি না করে আজই  আপলোড শুরু করুন আর আপনার আপলোডকৃত ফাইলগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন।
1000 ডাউনলোড এ আপনি 10$ পর্যন্ত আয় করতে পারবেন …।।

আসুন দেখে নেয় কিভাবে ফাইল শেয়ার করে আয় করা যায়-
১. এখানে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী সাইন আপ করুন।
২. এইবার Up Load buttonএ ক্লিক করে ফাইল আপলোড করুন।
৩. আপলোডকৃত লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে এবং অনলাইনে বিভিন্ন সাইটে শেয়ারে করুন।
৪. আপনার লিঙ্কধরে যতবার ফাইল ডাউনলোড হবে তত আপনার একাউন্ট ব্যালেন্স বৃদ্ধি পেতে থাকবে।
৫. শুধু ফাইল শেয়ার নয়, আপনি টুসফাইল এর ডাউনলোড পেজ এ আপনার অ্যাড ও ব্যাবহার করার সুযোগ পাবেন ।


এবার দেখাব অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন ?

1. আপনার অ্যাকাউন্ট এ লগিন করার পর My Account এ ক্লিক করুন
২. এবার Affiliate এ ক্লিক করুন



এর পর দেখবেন নিচের মত পেজ আসছে এখান থেকে>>>>
১. আপনি কোথায় থেকে টাকা তুলবেন তা সিলেক্ট করুন.
      যেমনঃ       *Payza
                      *Perfect Money
                      *Webmoney
                      *Wire Transfer
                      *Payoneer
                      *Amazon Gift Card২. এবার আপনার অ্যাকাউন্ট ইমেইল লিখুন...
৩.সব শেষ আপনার Save Setting এ ক্লিক করে বের হয়ে আসুন ...।



এবার দেখাব কিভাবে টাকা উত্তোলন করবেন ?

My Acoount থেকে Request payout এ ক্লিক করুন । নিচে দেখুন >>



এবার নিচের মত পেজ আসবে ।।
১. 10$ হলে  Request Payout দিয়ে  আপনি টাকা উঠাতে পারবেন ।
২. প্রতি মাসের ১৫ তারিখ টাকা পাঠাবে তারা ।
৩. আপনি যে মাসে টাকা তুলবেন সে মাসের ১৫তারিখের ৭দিন আগে Request Payout দিতে হবে !

তাই আর দেরি কেন?
এখনি এখানেক্লিক করে সাইন আপ করে ফাইল আপলোড করুন আর শেয়ার করুন …।
ফেসবুকএ আমাকে >> এখানে ক্লিক করুন
[ Read More ]

ওয়েব ডেভেলপমেন্ট শেখার ১১ ইবুক!

শেখার জন্য ইন্টারনেটের বিকল্প নেই! আপনি যা শিখতে চান বা জানতে চান ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার রিসোর্স পেয়ে যাবেন। যারা ওয়েব ডেভেলপার হতে চান বা ওয়েব ডেভেলপিং শুরু করেছেন তাদের এ বিষয়ে পড়াশোনার প্রয়োজন হয়।

তাদের সুবিধার্তে ১১টি ই-বুক ডাউনলোড লিংকসহ এখানে প্রকাশ করা হয়েছে। বইগুলো ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় শেখার জন্য দারুন সহায়ক।

১. এইচটিএমএল কুইক লার্নিং গাইড (http://www.tusfiles.net/oec90obutf4n)
আপনি যদি এইচটিএমএল৫ শিখতে চান তাহলে এই বইটি আপনার জন্য দারুন সহায়ক হবে। বইটিতে আপনি এইচটিএমএল এর বেসিক এলিমেন্ট সম্পর্কে জানতে পারবেন।

২. হেড ফাস্ট এইচটিএমএল উইথ সিএসএস অ্যান্ড এক্সএইচটিএমএল (http://books.google.co.uk/books?id=589iSbn9WYkC&printsec=frontcover&dq=css&lr&ei=hDZPSonfO5SQzASWw-zVAg#v=onepage&q&f=false)
এই ই-বুকটি পড়ে আপনি এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে স্ট্যান্ডার্ড ওয়েব পেজ তৈরি করতে পারবেন।


৪. এইচটিএমএল৫ ডব্লিউটিএফ (http://noteandpoint.com/2010/04/html5-wtf/)
এইচটিএমএল ৫ এর ওভারভিউ ও আগের সংস্করণগুলোর পার্থক্য জানতে ও শিখতে পারা যাবে এই বইটি থেকে।

৫. এইচটিএমএল অ্যান্ড এক্সএইচটিএমএল (http://books.google.co.uk/books?id=RdrG1aJZ4lgC&pg=PA1&dq=html&lr#v=onepage&q&f=false)
সহজে ও বিস্তারিতভাবে এইচটিএমএল ও এক্সএইচটিএমএল শেখার অনন্য বই এটি।

৬. জাভাস্কিপ্ট প্রোগ্রামিং ফর দ্য অ্যবসলুট বিগিনার (http://books.google.co.uk/books?id=87uSUFLbSCAC&printsec=frontcover&dq=javascript&lr#v=onepage&q&f=false)
নামেই বোঝা যাচ্ছে যারা জাভাস্কিপ্ট শিখতে চান তাদের জন্য সহায়ক এ বইটি।

৭. ডাইভ ইনটু এক্সেসিবিলিটি (http://diveintoaccessibility.org/)
কোনো একটি ওয়েবসাইট শুরু করতে গেলে একজন ওয়েব ডেভেলপার যে যে প্রশ্নের সম্মখীন হন তার সহজ উত্তর রয়েছে এই বইটিতে। আপনি কি কারণে ওয়েবসাইটটি তৈরি করছেন? কি ধরণের বিষয় থাকবে? আরো বেশি কার্যকরী ও ব্যবহারবান্ধব করার জন্য কি করা যেতে পারে সেটা জানতে পারবেন।

৮. স্পিড আপ অন এইচটিএমএল৫ অ্যান্ড সিএসএস৩ (http://noteandpoint.com/2009/10/up-to-speed-on-html-5-and-css-3/)
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের নিয়ে কাজ শুরু করতে চান। তাহলে এই বইটি পড়তে পারেন।

৯. ২০ থিংস আই লার্নড অ্যাবাউট ব্রাউজার অ্যান্ড দ্য ওয়েব (http://www.20thingsilearned.com/en-US/home)
ওয়েব, কুকিজ, হিস্টোরিসহ ব্রাউজারের যাবতীয় জানতে চান তাহলে এই বইটি পড়তে পারেন।

১০. অ্যাসেনশিয়াল জাভাস্কিপ্ট অ্যান্ড জেকোয়ারি ডিজাইন প্যাটার্ন (http://addyosmani.com/blog/essentialjsdesignpatterns/)
জাভাস্কিপ্ট এবং জেকোয়ারি ডিজাইন প্যাটার্ন শেখার অসাধারণ বই এটি।

১১. লার্নি পিএইচপি৫ (http://books.google.co.uk/books?id=r0RzbTtX1VsC&printsec=frontcover&dq=php&lr#v=onepage&q&f=false)
পিএইচপি৫ শিখতে চান তাহলে বিস্তারিত পাবেন এই বইয়ে

লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে করে দিন।
[ Read More ]

জেভাবে আয় আরম্ভ করবেন ↓

►প্রথমে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন

 বিশ্বাস যোগ্য সাইট থেকে প্রতি দিন 1$+ আয় করুন ফ্রী! Don’t Miss
রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি ইমেল পাবেন! এরপর লগইন করুন
এবার পারসোলান ট্যাব এর নিচে প্রোফাইল এ ক্লিক করুন| ফোন নম্বর স্থানে দেশের কোড +(88) সহ আপনার মোবাইল নম্বর দিন| প্রয়োজনীয় তখ্য ও একাউন্ট (যদি থাকে) প্রদান করুন  এবং সেভ বাটন ক্লিক করুন|
 বিশ্বাস যোগ্য সাইট থেকে প্রতি দিন 1$+ আয় করুন ফ্রী! Don’t Miss বিশ্বাস যোগ্য সাইট থেকে প্রতি দিন 1$+ আয় করুন ফ্রী! Don’t Miss
আপনার মোবাইলে পাঁচ সংখ্যার একটি কোডটি আসবে তা সাথে সাথে এই নাম্বারে সেন্ড করতে হবেঃ  +447937946882
মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে ডাউন লোড ট্যাবে ক্লিক করে 3.08 মেগাবাইটের T hread Manager V.2.3.0.0 সফটওয়্যারটি ডাউন লোড এবং ইন্সটল করুন|
 বিশ্বাস যোগ্য সাইট থেকে প্রতি দিন 1$+ আয় করুন ফ্রী! Don’t Miss
ইন্সটল হয়ে গেলে Threa d Manage r V.2.3.0.0 সফটওয়্যারটি রান করান| লক্ষ করুন উপরের ছবির মতো আপনি বিনামূল্যের 1টি Thread পেয়েছেন
কিনা| না পেয়ে থাকলে website  টিকিট ট্যাবে ক্লিক করে new trickt এ ক্লিক করুন  বিশ্বাস যোগ্য সাইট থেকে প্রতি দিন 1$+ আয় করুন ফ্রী! Don’t Miss
উপরের ছিবি অনসরন এবং নিচের  মেসেজ লিখে সেণ্ড করুন| অনেকে একাই কয়েক টি আকাউন্ট করে তাই Ticket করার সময় আপনার ফটো বা আইডি দিতে হবে ভেরিফাই এর জন্নে , তাই আপনাকে অনলাইনে ফটো বা আইডি আপলোড করে তাদের কে লিঙ্ক সহ একটি নিচের মত Ticket পাঠাতে হবে ।।
Subject: Please Send Me Trial Thread
Department: Trial
Hello, Good Day ! i just Registered in your site and my account has successfully been verified through SMS. I already installed ‘Threa d Manager′ But I didn’t have trial thread. please send my trial thread ASAP. 
MY Photo ID:  এখানে আপনার ফত/আইডি লিঙ্ক দিবেন


ফটো কিভাবে আপলোড করবেন ? এখানে ক্লিক করে দেখুন !!
আশাকরি আধা ঘন্টার মধ্যে আপনার কাঙ্খিত Thread টি পেয়ে যাবেন| অতপর Threa d Manage r V.2.3.0.0 সফটওয়্যারটি রান করান আর স্বয়ংক্রিয়ভারে আয় করুন ইউ. এস. ডলার| এটি একটি সম্পূণ Automated and Instant Method of Earning Dollar. তমানে আপনি পুরা 24 ঘন্টা সফটওয়্যারটি রান করালে পাবেন 1 ডলারের মতো সন্পূণ ফ্রিতে যার মেয়াদকাল 30 দিন অথাং 30 ডলার মাত্র|
প্রতি 24 ঘন্টা পরপর আপনার একাউন্ট আপডেটেড হবে, আজকের আয় আগামীকালকে আপনার একাউন্টে জমা হবে| রয়েছে 2 লেভেল রেফালেরের সুবিধা|
আর এর বেশী আয় করতে চাইলে আপনাকে 50 ডলার মূল্যের অতিরিক্ত এক, দুই বা ততোধিক Threads কিনতে হবে| সফটওয়্যারটি চললেই স্বয়ংক্রিয়ভারে ডলার আয় হতে থাকবে|
আপনাকে কোন কিছুই করতে হবে না| সফটওয়্যারটি শুধু ঘুমের সময় চালালেও আপনি আয় করতে পারবেন প্রতি রাতে 50 সেন্টের মতো সম্পূন্ন বিনামূল্যে|| উপাজিত আয় 1 ডলার হলেই আপনি তাতক্ষণিক উত্তোলন করতে পারবেন পেইজা, পেক্সাম বা পারফেক্টমানি এর মাধ্যমে|
যেমন আমি গত 10ই জুন তারিখে সাইটটিতে জয়েন করি অথাং মাত্র 4 দিনে আমি এই সফট্ওয়ারটি রান করে প্রথম পেমেন্ট হিসেবে 1.66 ডলার + দ্বিতীয় পেমেন্ট হিসেবে 1.93 ডলার,  মোট 3.59 ডলার Payza একাউন্টে তুলেছি|নিচের ছবিতে পেমেন্ট প্রুফ দেখুন

Payza অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করে তৈরি করে নিন !!
|বি .দ্র: কোন সমস্যা হলে ০১৬৭১৩৫২২২৭ এ কল করতে পারেন । অথবা Skype : CoinGeneration1

আরও বিস্তারিত এখানে > প্রবেশ করুন

YouTube থেকে ভিডিও দেখে নিন > এখানে ক্লিক করে

[ Read More ]

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের দিনের প্রথম ও শেষ পোষ্ট। আজকের দিনের প্রথম পোষ্টটি কোন সফটওয়্যার বা ইনকাম সাইট রিভিউ নিয়ে লেখা নয়। অনলাইনে আমরা অনেকেই ইনকাম করি এই ইনকামের অর্থ বিভিন্ন কার্ড বা একাউন্টের সাহায্য যেমন- এলার্টপে, পেপাল, মানিবুকার্স ইত্যাদির মাধ্যমে নিজের পকেটে আনা যায়। কিন্তু সমস্যা হল -অনেকেই ঠিক করে বুঝতে পারছেন এখানে কি ভাবে একাউন্ট ওপেন করতে হয়, কি সুবিধা-অসুবিধা আছে, দরকারী কোন পরামর্শ অআছে কিনা ইত্যাদি। এই সাইটে ইতিপূর্বে হয়ত অনেক ব্লগার ভাই এই বিষয়ে পোষ্ট করেছেন। আপনারা সেইগুলো পড়ে অনেকটা ইতিবাচক ধারনা পেয়েছেন বলে মনে করছি। যাইহোক আবার অনেকেই আছেন- যাদের মনে এখনো সচিত্র প্রতিবেদন ও এর ব্যবহার জানার জন্য মনে উসখুস করছে। তাই আজকের তাদের জন্য এই পোষ্ট কাষ্টমাইজ হিসাবে প্রকাশ করছি। আশা করি অনেকের উপকারে আসবে।
ইনকামের টাকা/অর্থ পাবার অনেকগুলো মাধ্যম আছে- যে গুলো পূর্বেই উল্লেখ করেছি। এর মধ্য বর্তমানে বাংলাদেশী তথা আপনাদের উপকার স্বার্থে ও সুবিধার প্রেক্ষিতে আজকে এলার্ট পে নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে পিসি হেল্প লাইনে বিভিন্ন পোষ্টের কমেন্টে অনেক ভাই/বন্ধুরা অনুরোধ করেছিলেন- কি ভাবে এলার্টপে একাউন্ট পেতে পারি বা ওপেন করতে পারি। আজকে তারা এই সুযোগটি গ্রহন করতে ভূলবেন না।

তবে এই পোষ্টটি বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রাখব- আপনারা কাজ শুরু করবার পূর্বে প্রথমত আমার এই পোষ্টটি একবার ভাল করে পড়ে নিন। কোথায় কি সমস্যা বা দরকারী পরামর্শ আছে তা নোট করে নিন- । তারপর কাজের নির্দেশনা শুরু করুন। অবশ্য কাজের সুবিধার জন্য আমার এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে এটি অনুসরন করে এলার্টপের কাজ শুরু করতে পারবেন। আশা করি তাতে বুঝতে অনেক সুবিধা হবে।
এলার্টপে সম্পর্কে একটি ঘোষনা!
সম্মানীত ভিজিটর অআপনারা হয়ত অনেকেই অবগত হয়েছেন যে, গত মাস হতে এলার্টপে তার নাম পরিবর্তন করে নতুন নাম হিসাবে পেজা দিয়েছে। মূলকথা এখন Alert pay এর বদলে Payza হিসাবে কাজ করবে। সুতরাং যারা নতুন ভিজিটর তাদের দু:চিন্তার করার কোন কারন নাই। কেননা প্রায় পূর্বের সকল এন্টারফেস ঠিক রেখে শুধু নাম পরিবর্তন করে Alert pay এর বদলে Payza রাখা হয়েছে। বিভিন্ন দেশের আইটি বিশেষ্জ্ঘ গণ মনে করছেন বর্তমানে বিশ্বে ১ম স্থান অর্জনকারী ও জনপ্রিয় অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠান পেপালকে ব্যবসায়িক টেক্কা দেবার জন্যই সম্ভাবত সাবেক Alert pay কর্তৃপক্ষ এই কারসাজি করেছে।
পূর্বে যারা এলার্টপে একাউন্ট ওপেন করেছিলেন তখন নিম্নরুপ পেজ শো করত-
বর্তমানে পেজা নাম হিসাবে নিম্নরুপ স্কীন পাবেন-
এলার্ট পে একাউন্ট
প্রথমত জানা যাক- এলার্টপে/পেজা কি?
এলার্ট পে/Payza একটি পেপালের মতই ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ ও জনপ্রিয় পদ্ধতি। মুলত যারা নেটের বিভিন্ন সাইটে ইনকাম করেন তারা তাদের অর্থ গ্রহনের জনন্য, পাবার জন্য এলার্ট পে ব্যবহার করেন। এলার্টপের সদর দপ্তর বাড়ী কানাডাতে।অর্থাৎ এটি একটি কানাডিয়ান প্রতিষ্ঠান।২০০৪ সালে মাত্র ৬ জন কর্মচারী নিয়ে এলার্ট পে যাত্রা শুরু করে। এখন এটি বর্তমানে প্রায় ২৫০ জনের অধিক কর্মচারী ও ১ কোটির বেশী গ্রাহক নিয়ে একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিদিন প্রায় ১০,০০০ নতুন ব্যবহারকারী এলার্ট পে সাইটে রেজি করছে।বিশ্বের প্রায় ২০০ টি দেশে এর সার্ভিস চালু রয়েছে। এখানে প্রায় ২৫ টি মুদ্রায় অর্থ লেনদেন করা যাবে।তাছাড়া এই প্রতিষ্ঠানের ৫২ টি দেশে জোনাল ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকেন।
ছবি- কারেন্সীর (মুদ্রা)
বাংলাদেশকে এলার্ট পে কতটুকু সাপোর্ট করে?
বর্তমানে বাংলাদেশকে ইন্টারনেট লেনদেনের সাপোর্ট হিসাবে এলার্ট পে গ্রহন করেছে। এখন বাংলাদেশী যে কোন ইউজারই এলার্ট পে/থেকে টাকা গ্রহন বা লেনদেন করতে পারবেন। অনলাইনে কাজ করেন অথচ এলার্ট পে কিংবা পেপাল এর নাম জানে না কিংবা শুনে নি এমন মানুষ খুজে পাত্তয়া দায় না। নানা বিধ কারণে অনলাইনে পেমেন্ট পেতে ফ্রিল্যান্সারদের ভোগান্তির মধ্যে থাকতে হয়েছে। কেননা বাংলাদেশে এই দুটি জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেনের মাধ্যম আপাতত দৃষ্টিতে বন্ধ। বহু আলোচনা সমালোচনা আবেদন নিবেদনের পর আগামী সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে পেপাল আসার কথা রয়েছে। তারই আগে বাংলাদেশে এলার্ট পে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে 23/02/2012 তারিখ হতে। বেসিস সফটএক্সপো ২০১২ প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এলার্টপে।  এবিষয়ে ইউটিউবে একটি ভিডিত্ত পোস্ট করা হয়েছে এলার্ট পে বিজনেস ম্যানেজার  ক্রিস টিসদল  বার্তা দিয়ে।
ভিডিও টি দেখুন- http://www.youtube.com/watch?v=VT27DbgVvrg
অবশ্য এ নিয়ে বাংলাদেশী একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। BASIS Soft Expo 2012, Booth No. M4. এ আজ এর সিস্টেম এডমিন তানভীর আহমেদের সাথে কথা বলা হলে তিনি আশা ব্যক্ত করেন এভাবে ” বাংলাদেশে অনেকেই আছেন যারা তাদের এলার্ট পে ডলার নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা বিদেশ থেকে কাজ করে উপার্জিত টাকা সরাসরি  ব্যাংক অ্যাকাউন্ট এ জমা করার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই অত্যন্ত স্বল্প খরচে।” ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য মাত্র ২৪০ টাকা খরচ হবে প্রতিবারে। আর এলার্ট পে পিপেইড ডেবিট কার্ডে জমা করার জন্য মাত্র ১ ডলার খরচ হবে এবং এলার্ট পে একাউন্ট এ টাকা জমা করতে ২.৫% + ০.২৫ ডলার ব্যয় হবে প্রতিবারে।  এখন এলার্ট পে  www.alertpay.com/bangladesh  বাংলাদেশের নাম সারা বিশ্বে অনলাইন জগতে নতুন মাত্রা সংযোজন করেছে। এ নিয়ে সকলেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে উচ্ছাস প্রকাশ করে নানা মন্তব্য করছেন। এলার্ট পের পরে পেপালের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশে এলার্ট পে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে Casada Technology Bangladesh Ltd.
BASIS Soft Expo 2012, Booth No. M4 এর কিছু ছবি Chris Tisdall. এর সঙ্গে-
কি ভাবে একাউন্ট তৈরি করবেন?
এলার্টপে/Payza সাইটে তিন ধরনের একাউন্ট তৈরির সুযোগ দিয়ে থাকে তথা-
1.  Personal Starter
  1. 2.     Personal Pro
  2. 3.     Business
এর মধ্য যে কোন একটিতে বিনামূল্য রেজিঃ করা যায় এবং পরবর্তীতে যে কোন সময়ে একাউন্ট পরিবর্তন বা আপগ্রেড করা যায়।তিনটি একাউনটের সাহায্য নিরাপদে কেনাকাটা করা ও বিনামূল্য অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যায়। অবশ্য এর বাইরে তিনটি একাউন্টের আলাদা সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন-
১. Personal Starter - এই ধরনের একাউনটের একমাত্র সুবিধা হচ্ছে অন্য এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা দিতে/নিতে কোন ফী লাগেনা। তবে এখানে কোন ক্রমেই ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পাওয়া যাবে না। এবং মাসে ৪০০ ডলারের বেশী অর্থ গ্রহন করা যাবে না এবং সব পেমেন্টসহ ২০০০ ডলারের বেশী অর্থ গ্রহন করা যাবে না।
২. Personal Pro-
যারা ফ্রিল্যান্স বা অন্য সাইটে কাজ করেন তারা এখানে সকল ধরনের সুবিধা পাবেন। এথানে টাকা গ্রহন বা প্রেরনের কোন সীমাব্ধতা নাই। তবে এখানে অন্য এলার্ট পে ইউজার থেকে টাকা গ্রহন করলে ২.৫% + ০.২৫% ডলার ফী দিতে হয়। এর আরেকটি সুবিধা হল- ব্যবহারকারীর নিজের কোন ওয়েব সাইট বা ব্লগ থাকলে এলার্ট পে যুক্ত করে কোন পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবেন ও গ্রাহকদের কাছ থেকে সহজেই টাকা গ্রহন করতে পারবেন।
3. Business-
এই একাউন্টির সাহায্য আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টির সাহায্য একাধিক ব্যবসায় পরিচালনা করা যায়। এবং অন্য সকল সুবিধা ও সার্ভিস চার্জ Personal Pro একাউন্টের মতই।
আপনাদের সুবিধার জন্য এখানে নিম্নরুপ একটি চিত্র প্রদর্শন করছি।এখানে যাবতীয় সুবিধা, সার্ভিস চার্জ ও ফী এর তালিকা দেয়া আছে (শুধুমাত্র বাংলাদেশের জন্য) অথবা এই লিংকে ক্লিক করুন-

আপনি কোন একাউন্টটি ওপেন করবেন?
এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন কোন একাউন্ট টি গ্রহন করবেন উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে। তবে আমার পরামর্শ হল-
১। আপনি প্রথমত রেজিষ্ট্রেশনের সময় Personal Pro একাউন্টটি গ্রহন করুন। এখানের সুবিধা হল- এলার্টপে একাউন্টের রেফারেলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এলার্টপের মাধ্যমে কিভাবে আয় করা যায় তা আমার এই পোষ্টের পরবর্তী অংশটুকু পড়ুন।
একটি কথা মনে রাখুন- প্রথমভাবে একবার Personal Starter ফ্রি একাউন্ট ওপেন করলে কাউকে রেফারেল দিয়ে সহজে আয় করতে পারবেন না।
তাহলে এবার কাজ শুরু করা যাক-
এলার্টপের মাধ্যমে ইনকাম
কাজ শুরু করবার পূর্বে একটি কথা! অআপনারা হয়ত অনেকে শুনে আশ্চর্য হবেন যে, এলার্ট পে একাউন্ট করার পাশাপাশি অর্থ ইনকামও করা যায়। অর্থা এলার্টপে একাউন্ট আমাদের পকেটে অর্থ গ্রহন করবার সুযোগ করে দিচ্ছে আবার ইনকামের পথ ও বাতলে দিচ্ছে। কি মজাটাই না!! এক ঢিলে ২ পাখি মারা।
এই সুযোগটি সবাই ইচ্ছামতো কাজে লাগাতে পারবেন না।-কিছু নিয়ম নীতির ব্যাপার আছে- এখন আমি আপনাদেরকে সেটি বলব।
এটি করতে হলে যিনি এলার্টপের বৈধ গ্রাহক তার রেফারেল দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।অর্থাৎ এলার্টপেতে ঐ গ্রাহককে একাউন্টের মেয়াদ প্রায় ৩ মাসের বেশী হতে হবে।এবং মিনিমাম হলেও একবার অর্থ উত্তলোন করেছেন এমন হতে হবে। তারপর আপনি ঐ রেফারেলে গ্রাহক হলে পরবর্তী আপনার বন্ধু বা পরিচিতদের আপনার রেফারেল দিয়ে কিছুটা ইনকাম করতে পারবেন। এখানে রেফারেল হিসাবে-প্রায় ০.১২ ডলার হিসাবে পাওয়া যায়।
একাউন্ট ওপেন করবার পূর্বে কিছু পরামর্শ-
একাউন্ট ওপেন করবার পূর্ব কিছু নিয়ম নীতি আছে। সেই গুলো একটু নোট করে নিন-
যেমন- ১। একাউন্টে আপনার যে নাম দিবেন তা ঠিক করে নিন।এখানে পক্সি হিসাবে কারোর নাম দিবেন না। বা ভূয়া একাউন্ট ওপেন করতে যাবেন না।কারন এটা কোন ভাওতাবাজী সাইট নয়। প্রতিটি কাজের এখানে ভেরিফিকেশন করা হয়। তাই সাবধান!
২। বিশেষ করে যাদের বয়স ১৮ বছর হয়েছেন বা ভোটার হিসাবে অন্তভূক্ত হয়েছেন তারাই এই একাউন্ট ওপেন করার উপযুক্ত। এখানে যে নাম দিবেন তা ভোটার অআইডি অনুসারে দিতে হবে। মিক্ষাগত যোগ্যতার সনদ এখানে মুল ব্যাপার নয়। বিশেষ করে এলার্ট পেতে যখন টাকা উঠাতে যাবেন সেখানে ব্যাংক একাউন্ট ও এলার্টপে একাউন্টে কিন্তু একই নাম হতে হবে। সঠিক না হলে কোনভাবেই অর্থ উত্তলোন করতে পারবেন না। অবশ্য এখানেও ভেরিফিকেশনের ব্যাপার আছে। যারা ব্যাংকে এর মাধ্যমে টাকা উঠাতে যাবেন বিশেষ করে চেক নিয়ে সেখানে ব্যাংক কর্তৃপক্ষ অআপনার ভোটার অআই.ডি চাইবেন।
৩। আমি নিজেও অবশ্য এমন অসুবিধার সম্মুখে পড়েছিলাম। আমি একটি সাইটে ইনকাম এর কাজ করতাম। সেখানের একাউন্টে আমার নাম সনদপত্রনুসারে লিখেছিলাম। যথন ব্যাংকে গেলাম ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা প্রেরন করলেন না। বললেন, আপনার ভোটার আই.ডি কার্ড সংশোধন করে নিয়ে আসুন। মূল ব্যাপরা হল- আমার ভোটার আইডি ও সার্টিফিকেটে নাম একই রকম ছিল। কিন্তু সেখানে নামের অক্ষরের হেরফের ছিল বলে এই সমস্যা হয়েছিল। পরবর্তীতে কষ্ট করে আমাকে পূনরায় একাউন্ট করতে হয়েছিল।
৪। মুলত এমন কিছু সাইট আসে যেখানে কোনভাবেই নিজের নাম ও মেইল ঠিকানা পরিবর্তন করা যায়না। যেমন- এলার্ট পে, পেপাল।তাই এখানে সঠিকভাবে কাজটি করতে হয়।
৫। এলার্ট পে একাউন্ট করতে নতুন করে একটি মেইল একাউন্ট ওপেন করে নিয়ে কাজটি করলে ভাল হয়। আর এই মেইল একাউন্টির প্রমান হল আপনিই এলার্টপে একাউন্টের মালিক ও আপনিই অর্থ পাবেন। অবশ্য যাদের পূর্বে মেইল একাউন্ট আছে সেটি থেকে করলেও সমস্যা নাই।
৬। প্রথমত এলার্ট পে একাউন্টে রেজি এর সময় নাম, সেইল ঠিকানা সঠিক করে দিবেন। কেননা, ভূল হলে পরবর্তীতে কোনভাবেই পরিবর্তন করা যাবে না।অন্য ঠিকানা বা তথ্য গুলো পরিবর্তন করা যাবে।
৭। রেজি এর ২য় পর্যায়ে একটি পিন নম্বর দিতে বলবে। এখানে আপনার পচ্ছন্দনীয় ৬/৮ সংখ্যার পিন নং দিন। এখানে আপনি আপনার পরীক্ষার রেজি বা রোল নং হিসাবে দিতে পারেন। আমি কিন্তু আমার বিশ্বৰ রোল নং ব্যবহার করেছি যাতে মনে থাকে। তাছাড়া পিন নম্বরটি লেখা রাখা ভাল। আপনি যদি পিন নম্বর ভুলে যান তাহলে কোনভাবেই নতুন পিন নিতে বা পরিবর্তন করতে পারবেন না। আবার এলার্ট পে থেকে কোন সমাধান পাবেন না। তাই এখানে বিফলে গেলে আরেকটি একাউন্ট তৈরি করতে হবে।
৮। রেজিঃ শেষ পর্যায়ে ক্যাপচা কোড পরিবর্তন করতে হয় এটি অনেক ঝামেলার কাজ। ক্যাপচা সঠিক পূরন না হলে একাউন্ট তৈরি হবে না। আসলে এলার্টপেতে ক্যাপচা বুঝতে অনেক অসুবিধা সৃষ্টি করে। এখানে পরামর্শ হল- আপনি যে ক্যাপচাটি বুঝতে পারছেন সেটি দিবেন না। ঐ ক্যাপচা পরিবর্তন করে অন্য ক্যাপচা দিয়ে কোড পূরন করুন যেটি বুঝতে পেরেছেন।
অনেক আলোচনা হল- তাহলে এবার মুল কাজ শুরু করা যাক-
১| যারা একাউন্ট তৈরি করতে আগ্রহী তারা আমার প্রেরিত নিচের লিংকে ক্লিক করুন-

এখানে ক্লিক করুন

রেজিঃ এর জন্য নিম্নরুপ এন্টারফেস আসবে-এটি রেজিষ্ট্রেশনের প্রথমধাপ-
যে একাউন্টি ওপেন করতে চান সেটিতে ক্লিক করুন ডান পাশে সবুজ চিহৃ দেখাবেঅতপর l
Next এ-ক্লিক করুন। রেজিঃ এর জন্য নতুন আরেকটি উইন্ডো আসবে-

৩। এখানে আপনার যাবতীয় তথ্য লিখতে হবে যেমন-
১. Sollution- এখানে MR. or, Mrs যে কোন একটি সিলেক্ট করুন
২. নামের ক্ষেত্রে ১ম ও শেষ অংশ নিদিষ্ট ঘরে লিখুন। যেমন- কারো নাম যদি হয় AMD Abdullah Bin Islam তাহল প্রথম অংশে AMD Abdullah ও Bin Islam শেষ আংশে লিখতে হবে।
৩. Region- এখানে অঞ্চল উল্লেখ করতে হবে। এখানে আপনি ASIA দিন বা অন্য কিছু দিতে পারেন।
4. Postal Code- নিজ এরিয়ার পোষ্টাল কোড দিন যেমন-৬১০০
5. Home Phone- এখানে আপনার বর্তমানে ব্যবহৃত মোবাইল নম্বরটি দিন। মনে রাখবেন পরবর্তীতে আপনার একাউন্ট Verification করতে হলে এই নম্বরটি সচল থাকতে হবে।
6. Occupation- এখানে Student হিসাবে সিলেক্ট করুন
7. Date of Birth- এখানে আপনার জন্মতারিখের তথ্যগুলি দিন। যেমন- ১০/১০/১৯৯০
(উল্লেখ্য- এখানে আপনার নাম ও মেইল ঠিকানা বাদে পরবর্তীতে একাউন্ট প্রোফাইল থেকে সবকিছুই আপডেট করতে পারবেন।)
৪। সবকিছু পূরন করে Next এ-ক্লিক করুন। অতপর রেজি ২য় ধাপের উইন্ডো আসবে-
এখানে-
Email Address-     আপনার মেইল ঠিকানা দিন।
Pasword & Re enter password-  পাস ওয়ার্ড দিন। এখানে কিন্তু মেইল একাউন্টের পাসওয়ার্ড নয়।নতুন পাসওয়ার্ড দিতে হবে। রি-টাইপে একই পাসওয়ার্ড দিতে হবে।
Transaction PIN- নিদিষ্ট কোন সংখ্যার নম্বর দিন। যেমন- ৯০৭৬২০
Re enter Transaction PIN- একই নম্বর দিতে হবে।
Password recovery- এই অপশন থেকে একটি প্রশ্ন সিলেক্ট করুন ।
Answer- এখানে তার উত্তর লিখুন
Third party Information- Yes/NO। ।এখানে NO সিলেক্ট করে রাখাই ভাল। আমি একাউন্ট ওপেন করার সময় NO সিলেক্ট করেছিলাম।
Word verification- এখানে সঠিকভাবে ক্যাপচা পূরন করতে হবে।
পরিশেষে You acknowledge that You have read ……… Alert pays তে টিক মার্ক দিন
৫। Final Step – এ ক্লিক করুন।
৬। এখানে আপনি যে মেইল ঠিকানা দ্বারা রেজিঃ করেছেন সেখানে মেইল verification হিসাবে একটি ম্যাসেজ যাবে। এখানে আপনার এলার্ট পে একাউন্ট Active করার লিংক থাকবে। ঐ লিংকে ক্লিক করলে Alert pay এর পেজ ওপেন হবে এবং আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। অতপর আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার এলার্টপে একাউন্টে প্রবেশ করতে পারবেন। মেইল verification সঠিক হলে একটি Thank You/Welcome হিসাবে ম্যাসেজ প্রদর্শিত হবে।
ব্যাস! আপনার এলার্ট পে একাউন্ট তৈরি করার কাজ সম্পূর্ণ শেষ। এখন আর কোন চিন্তা নাই! নিশ্চিন্তভাবে আপনার এই একাউন্ট দ্বারা অর্থ লেনদেনের হাতিয়ার হিসাবে কাজ করাতে পারবেন। এবার অআপনার পেজা একাউন্টে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। নিম্নরুপ এন্টারফেস আসবে-
Note-
সব সময় মনে রাখবেন আপনার যে ইমেইলটি দিয়ে এলার্টপেতে সাইন করেছেন ঐ ইমেইল একাউন্টটি পুরোটাই আপনার এলার্টপে এড্রেস।
-         আপনার এই একাউন্ট কিন্তু কোন সময় নষ্ট হবে না। অর্থাৎ কিছু সাইট থাকে যেখানে প্রতি ২ মাস অন্তর সেখানে প্রবেশ না করলে একাউন্ট ডিলেট হয়ে যায়। এলার্টপে কিন্তু এই সকল সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত।
-         কিন্তু এলার্টপেতে যদি কোন এমাউন্ট নিয়ে আসেন তাহলে তা প্রতি ১৮ মাসের মধ্য কার্ড বা চেক দ্বারা অবশ্যই উত্তলোন করতে হবে। যদি না করেন-তাহলে ১৮ মাসের পর থেকে প্রতিদিন নিদিষ্ট হারে আপনার একাউন্ট থেকে এলার্ট পে কর্তৃপক্ষ চার্জ কেটে নিবেন।

আপনার Payza/Alertpay একাউন্টকে কিভাবে ভেরিফাই করবেন?
এবারতো আপনার একাউন্ট তৈরি হল। ভেরিফিকেশন করতে হবে। এখানে শুধু একাউন্ট তৈরি করলেই হবে না। ভেরিফিকেশন করার ব্যবস্থা করতে হবে।ভেরিফিকেশন না করলে কোন অবস্থাতেই আপনার এলার্টপে একাউন্ট দ্বারা লেনদেনের উপযোগী করতে পারবেন না। মুলত ভেরিফিকেশন হল- এলার্টপে কর্তৃপক্ষ আপনাকে পরীক্ষা করবেন আপনি এলার্টপের বৈধ গ্রাহক কিনা? একবার ভেরিফিকেশন হয়ে গেলে আর কখনোই ভেরিফিকেশনের দরকার হয়না। তাহলে এবার দেখাব কিভাবে আপনার এলার্টপে ভেরিফিকেশন করবেন।
এলার্টপে তে মূলত ০৩ ধরনের ভেরিফিকেশনের ব্যবস্থা আছে তথা-
১. Bank Transfer or Bank wire (Swift) Deposit- এখানে ব্যাংক ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। যারা কোন ব্যাংকের গ্রাহক তাদের সেই ব্যাংকের এখানে (Swift)কোড প্রবেশ করাতে হয়। আমাদের দেশের ব্যাংকগুলোকে এলার্টপে কর্তৃপক্ষ (Swift)কোডের ভেরিফিকেশন করতে এখনো প্রয়োজন মনে করেনি।তাই এখানে বাংলাদেশ অন্তভূক্ত নাই।
২. Credit Card Validation- এখানে যারা মাষ্টার কার্ড ব্যবহার করেন তারা ভেরিফিকেশন করাতে পারবেন। এখানে এলার্টপে তে আপনার মাষ্টার কার্ডের পিন প্রবেশ করাতে হবে। অতপর এলার্টপে আপনার মাষ্টার কার্ড থেকে কিছু ডলার কেটে নিবে। পরিশেষে এলার্টপে একাউন্টে গিয়ে ভেরিফিকেশনে জানাতে হবে কত ডলার কাটা হয়েছে। যদি তথ্য ঠিক দেন তাহলে একাউন্ট ভেরিফিকেশন হয়ে গেল।
৩. Complete both- এখানে কেউ যদি A ও B অপশনের দুটোই ভেরিফিকেশন করাতে চান তাহলে এই অপশনটি কাজে লাগাতে হবে।
৪. Phone Validation- এই অপশনটি সবাই ব্যবহার করেন। অআপনিও এই অপশনটি বেছে নিন। এখানে এলার্টপে কর্তৃপক্ষ আপনার মোবাইল নম্বরে একটি গোপন কোড প্রেরন করবে। অতপর সেই কোডটি প্রবেশ করালে আপনার একাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে।
এই কাজটি করতে আপনার একাউন্টে লগইন করুন। My Payza Account এর Main Menu বাটনে ক্লিক করুন। তাহলে নতুন একটি মেনু আসবে। এখান হতে  যেখানে লেখা আছে-Verification সেটিতে ক্লিক করুন। চিত্রনুযায়ী নিম্নরুপ-

অথবা আপনার একাউন্টের উপরের মেনুবার Message Center যান> প্রোফাইলে ক্লিক করুন> মেনু আসবে সেখান হতে Cheek Your Verifications Status এ- ক্লিক করুন।


পরামর্শ-
আপনি আপনার Payza Account এর যে কাজ করেন না কেন! যেমন-Account verification, Personal Information, ইমেইল আইডি জানতে, ট্রানজেকশন পিন পরিবর্তন করতে, পাসওয়ার্ড পরিবর্তন করতে, ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্ট যোগ করতে, রেফারেল করতে, একাউন্ট আপগ্রেড করতে এবং রিমুভ করতে সর্বদা এই দুটি অপশনের মাধ্যমেই করতে হবে। তাই এখানে এই অপশন সম্পর্কে আপনার ধারনা রাখতে হবে।


তাহলে চলুন মোবাইল দ্বারা একাউন্ট ভেরিফিকেশন করি-
Account verification  গিয়ে ক্লিক করুন > সেখানে Phone Validation- অপশনটি বেছে নিন।এখানে মোবাইল নম্বরটি দিয়ে সেন্ড করলে আপনার মোবাইলে একটি কোড প্রেরন করা হবে। ঐ কোডটি নিদিষ্ট বক্সে লিখে OK করলে আপনার একাউন্টটি ভেরিফিকেশন হিসাবে Completed হিসাবে শো করবে। প্রাথমিকভাবে মোবাইল দিয়ে ভেরিফিকেশন করলেই হবে।পরবর্তীতে যদি মনে করেন মাষ্টার কার্ড দ্বারা ভেরিফিকেশন করবেন তা করা যাবে। ভেরিফিকেশন সঠিক হলে নিম্নরুপ চিত্র দেখাবে-কাজের কাজ হয়ে গেল। এখন আরও কিছু অপশন আছে সেইগুলো নিয়ে আপনি নিজেই কাজ করতে পারবেন। এলার্টপের কিছু অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করাব। মূলত আপনার একাউন্টে প্রবেশ করে যাবতীয় কাজ করতে পারবেন। এখানে  MY Account/Profile সিলেক্ট রেখে যাবতীয় কাজ করতে পারবেন নিচের চিত্রনুয়ায়ী-
সংক্ষেপে কিছু আলোচনা-
Personal Information- এখানে আপনার যাবতীয় তথ্যদি রয়েছে। যদি প্রয়োজনে মনে করেন তাহলে তথ্যাদি আপগ্রেড করতে পারবেন।এখানে কাজ করলে নিম্নরুপ চিত্র পাবেন
Password-            এখানে আপনি যে কোন মুহুর্তে Password পরিবর্তন করতে পারবেন।
Transaction PIN-  এটি পূর্বেই বলেছিলাম লেনদেনের ট্রানজেকশন। এটি পরিবর্তন করতে পারবেন।
Email Addresses-            এটির কোন পরিবর্তন ঘটাতে পারবেন না।
Language Preference-        ভাষা হিসাবে সিলেক্ট করতে পারবেন। তবে স্থায়ী হিসাবে ইংরাজীতে নির্বাচিত থাকে।
Verification-          এখানে অআপনার একাউন্টকে ভেরিফিকেশন করাতে হয়। যা পূর্বেই আলোচনা করেছি।
Downgrade/Upgrade Account- যে কোন সময় আপনার একাউন্টকে আপগ্রেড করতে পারবেন।অর্থা Personal Free থেকে Personal Pro/Business-এ অথবা Personal Pro/Business থেকে Personal Free তে কনভার্ট করতে পারবেন।নিচের চিত্রনুয়ায়ী-
Referrals-     রেফারেল দ্বারা আপনি ইনকাম করতে পারবেন। আপনার পরিচিত বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন।এটি প্রথমেই অআমি আলোচনা করেছি।
Close Account- আপনি যদি মনে করেন পেপাল একাউন্ট চালাতে পারছেন না।তাহলে এই একাউন্টটি ডিলেট করতে পারবেন। ডিলেট করতে হলে পূর্বের Transaction PIN দিতে হবে এখানে আপনার একাউন্ট কিন্তু চিরতরে ডিলেট হয়ে যাবে। পরবর্তীতে যদি একই মেইল থেকে যদি পূনরায় এলার্ট পে ওপেন করতে চান পারবেন না। কেননা, এলার্ট পে কর্তৃপক্ষ অআপনার মেইলকে আইপি হিসাবে চিনে রেখেছে। তাই নতুন মেইল দ্বারা একাউন্ট ওপেন করতে হবে।

আমার মতে, এটি না করাই ভাল। কেননা আপনার একাউন্ট তো অমর থাকবে। আপনি যদি ইনকাম বা লেনদেন নাও করেন কোন সমস্যা নাই।
আশা করি আপনাদের একাউন্টের প্যানেল নিয়ে অনেক কিছুই জানলেন। প্রথমদিকে একটু বুঝতে সমস্যা হতে পারে। এই ভাবে ২/৩ দিন ঘাটাঘাটি করলে ব্যাপারটা সহজেই বুঝতে পারবেন।
Payza থেকে কিভাবে টাকা পকেটে অআনবেন? বা লেনদেন করবেন?
Payza একাউনট থেকে ৪ টি ভিন্ন উপায়ে টাকা আনা যায়এইগুলো হল-
। Cheeck
2. Credit Card/Master Card
3. Bank Transfer
4. Bankware
এবার এইগুলো সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি-
পদ্ধতিগুলো হল – চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং ব্যাংক ওয়্যার
১) চেক: এই পদ্ধতিতে একটি চিঠির মাধ্যমে চেক পাঠানো হয়। চেকের জন্য এলার্টপে-কে ৪ ডলার ফি দিতে হয় এবং একাউন্টে সর্বনিম্ন ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করা যায়। আবেদন করার ২ দিনের মধ্যে একটি চেক আপনার ঠিকানায় পাঠানো হবে, যা হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। চেকটি ডলারে পাঠানো হয় তাই যেসব ব্যাংক ডলারে চেক গ্রহণ করে সেখানে এটি জমা দিতে হবে। সরকারী ব্যাংকের মাধ্যমে চেক থেকে টাকা তুলতে অল্প একটা ফি দিতে হয়, তবে সময় বেশি নিবে। আর বেসরকারী ব্যাংকে তুলনা মূলকভাবে বেশি ফি দিতে হবে কিন্তু সময় অনেক কম লাগবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্রেডিট কার্ড নেই তাদের জন্য এটি খুব দরকারি, সময় একটু বেশি লাগলেও ঝামেলা কম। প্রথম প্রথম যখন আপনার আয় কম থাকবে তখন এই পদ্ধতি ইউজ করতে পারেন। পরে আয় বাড়লে মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন। তবে সাবধান, আপনার এলার্ট পে অ্যাকাউন্টে আপনার ঠিকানা সঠিক ভাবে দিবেন এবং ” চেক” পাঠানোর আগে ঠিকানা ভালো ভাবে চেক করে দিবেন।
২) ক্রেডিট কার্ড: যাদের ভিসা বা মাস্টারকার্ড রয়েছে তারা এই পদ্ধতিতে খুব সহজেই টাকা আনতে পারবেন। এলার্টপে সাইটে ক্রেডিট কার্ডের কথা বলা হলেও এটি ডেবিট কার্ডও সাপোর্ট করে। এজন্য প্রথমে এলার্টপে সাইটে কার্ডটি যোগ করতে হবে। কার্ডটি যাচাই করার জন্য এলার্টপে আপনার কার্ড থেকে ১ থেকে ২ ডলারের মধ্যে একটি অর্থ এলার্টপে একাউন্টে নিয়ে আসবে। এরপর কত ডলার লেনদেন হয়েছে এবং সেই পরিমাণটি এলার্টপে সাইটে এসে একটি টেক্সটবক্সে প্রবেশ করাতে হবে। সঠিকভাবে ডলারের পরিমাণটি বলতে পারলে আপনার কার্ডটি অর্থ লেনদেনের জন্য উপযোগী হবে। লক্ষ্যণীয় যে, আপনার এলার্টপে একাউন্টে অর্থ লেনদেনের মূল মূদ্রা হিসেবে ইউরো থাকলে কার্ড যাচাইয়ের পূর্বেই ডলারে পরিবর্তন নিতে হবে। অন্যথায় সঠিকভাবে কার্ডটি যাচাই হবে না। এলার্টপে থেকে কার্ডে প্রতিবার লেনদেনে ৫ ডলার ফি দিতে হয় এবং সর্বনিম্ন ১০ ডলার উঠানো যায়, যা ৩ থেকে ৪ দিনের মধ্যে কার্ডে সরাসরি চলে আসে। এরপর নিকটস্থ ATM (যেগুলো মার্সারকার্ড সাপোর্ট করে – যেমন DBBL, Standard Chartered Bank) থেকে যে কোন সময় টাকা তোলা যায়।
৩) ব্যাংক ট্রান্সফার: এলার্টপে থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আনা যায় না। তবে যাদের Payoneer মাস্টারকার্ডে US Virtual Account নামক সার্ভিসটি আছে তারা এই পদ্ধতিতে মাত্র ০.৫ ডলারের বিনিময়ে কার্ডে টাকা আনতে পারেন। আর সময় লাগে মাত্র ২ থেকে ৩ দিন। যারা এক বছর থেকে Payoneer কার্ডটি ব্যবহার করছেন তারা এই US Virtual Account এর জন্য Payoneer সাইটে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের First Bank of Delaware নামক ব্যাংকের একটি ভার্চুয়াল একাউন্ট দেয়া হবে। এই ব্যাংকের সাথে মাস্টারকার্ডটি যুক্ত থাকে। অর্থাৎ কেউ যদি আপনার ওই ব্যাংক একাউন্টে টাকা পাঠায় তখন এটি সরাসরি আপনার কার্ডে জমা হয়ে যাবে। তবে এই ব্যাংক একাউন্ট থেকে কখনও অন্যকে আপনি টাকা পাঠাতে পারবেন না, শুধুমাত্র গ্রহণ করতে পারবেন। এলার্টপে সাইটে এই ব্যাংক একাউন্টটি যুক্ত করতে প্রথমে Add Bank Account পৃষ্ঠায় গিয়ে দেশ হিসেবে United States সিলেক্ট করতে হবে। তারপর Bank Transfer সিলেক্ট করে একাউন্টটির নাম্বার, ABA Routing নাম্বার, ব্যাংকের নাম ইত্যাদি তথ্য দিতে হবে, যা Payoneer সাইট থেকে পাওয়া যাবে। এরপর এলার্টপে থেকে আপনার একাউন্টে ১ ডলারের কম দুটি অল্প অর্থ পাঠানো হবে যা Micro Deposit নামে পরিচিত। দুই দিন পর Payonner সাইটে লগইন করে ডলার দুটি দেখতে পাবেন। এই দুটি লেনদেনের পরিমাণ এলার্টপে সাইটে এসে দুটি টেক্সটবক্সে প্রবেশ করতে হবে। সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারলে আপনি সবচেয়ে কম খরচে এলার্টপে থেকে টাকা দেশে আনতে পারবেন।
৪) ব্যাংক ওয়্যার: যাদের কোন ভিসা বা মাস্টারকার্ড নেই তারা এই পদ্ধতিতে দেশের ব্যাংকে সরাসরি টাকা আনতে পারবেন। এটি সাইটের সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি। এক্ষেত্রে খরচ পড়বে ১৫ ডলার এবং সর্বনিম্ন ৪০ ডলার হলে এই পদ্ধতিতে টাকা উঠানো যাবে। ব্যাংক ওয়্যারের মাধ্যমে আপনার ব্যাংক একাউন্টে টাকা আসতে প্রায় এক সপ্তাহের মত সময় লাগবে। ব্যাংক ওয়্যারের জন্য প্রথমে সাইটে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড এবং SWIFT CODE যোগ করতে হবে, যা আপনার ব্যাংকে যোগাযোগ করে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন।
এখন দেখুন কিভাবে পেজা একাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন
১. এলার্টপে একাউন্ট এ লগিন করে Overview ক্লিক করুন, তারপর “Add a bank account” ক্লিক করুন। নিম্নরুপ একটি উইন্ডো আসবে।

ক। আপনি পূর্বে যে সকল তথ্য দ্বারা পেজা একাউন্ট ওপেন করেছিলেন, তার সকল তথ্যাদি এখানে দেখা যাবে। পেজা বর্তমানে বাংলাদেশের সকল ব্যাংক একাউন্ট সাপোর্ট করছে। তাই আপনি যে নামে ব্যাংক একাউন্ট ওপেন করেছেন, সেখানে Bank Name এ- সেই নামটি সিলেক্ট করুন। এখানে ব্যাংকের ব্যাংক এরিয়া, শহরে অবস্থান, সুইফ  কোড ইত্যাদি দিতে হবে। এইগুলো দিতে হলে/জানতে হলে অআপনি যে ব্যাংক শাখাতে একাউন্ট করেছেন, সেখানে ব্যবস্থাপকের মাধ্যমে জেনে নিবেন।
খ। পরিশেষে ডকুমেন্ট প্রমাণপত্র হিসাবে আপনাকে মুলকপি থেকে একটি স্ক্যান ফাইল পেজার’ নিকট প্রেরন করতে হবে। এখানে National ID, Country ID, Drivers License খেকে যে কোনটি বেছে নিন।
(এখানে সঠিক তথ্য দিতে হবে। কোন রকম ভূয়া/জাল তথ্য দিলে কিন্তু আপনার পেজা একাউন্ট ব্যাণ করে দেয়া হবে। এখানে ভেরিফিকেশন করতে ৩/৪ দিনের মত সময় লাগে।ভেরিফিকেশন সঠিক হলে আপনাকে মেইলে জানিয়ে দেয়া হবে)
এইভাবে সঠিক ফিল্ডে আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় ইনফর্মেশন গুলো ফিল আপ করে  এলার্টপে/পেজা একাউন্ট এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট টি Add করুন। ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে Add হলেই পেজা একাউন্ট হতে সহজেই অর্থ ব্যাংক একাউন্টে প্রেরন করতে পারবেন।
এই অ্যালার্ট পে অ্যাকাউন্ট আপনার অনলাইন ব্যাংক হিসাবে কাজ করবে এবং নেটে আয়ের সাইট গুলো আপনাকে আপনার অ্যালার্ট পে অ্যাকাউন্ট এ পেমেন্ট করবে, তারপর আপনি সেই পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা চেকে অথবা Visa বা Master ক্রেডিট/ডেবিট কার্ডে কিছু চার্জের বিনিময়ে টাকা তুলতে পারবেন।
ক্রেডিট কার্ড কিভাবে যোগ করবেন?
ক্রেডিট কার্ড যোগ করতে হলে ব্যাংক একাউন্টের মতই ক্রেডিট কার্ড অপশনে গিয়ে ক্লিক করুন। নিম্নরুপ উইন্ডো আসবে-
এখানে আপনার ক্রেডিটকার্ডটি অবশ্যই Master/VISA কার্ড হতে হবে। নরমাল কার্ড হলে এর আওতাভূক্ত হবেন না। এখানে ক্রেডিটকার্ড এর নম্বর, মেয়াদ/তাং ইত্যাদি তথ্য দ্বারা পূরণ করতে হবে। কার্ডটি সফল ভাবে সংযুক্ত হলে যে কোন ব্যাংকের এটিএম বুথ হতে অর্খ উঠাতে পারবেন। তবে এই প্রসেসে ব্যাংক চার্জ বেশী দেয়া লাগে।
কিভাবে অর্থ উত্তলোন করবেন?
অর্থ উত্তলোন করার জন্য পেজা একাউন্টে আপনার ব্যাংক একাউন্ট সংযুক্ত থাকতে হবে। ইহা পূর্বেই অালোচনা করেছি। যদি পেজা একাউন্ট থেকে অর্থ উত্তলোন করতেই হয় তাহলে লগইন করুন। অতপর মূল টাস্কপ্যানে যান। সেখান হতেই অর্থ উত্তলোন এবং কাউকে প্রেরন করতে পারবেন। বিষয়টি নিম্নরুপ-
এখান হতে With Draw Funds এ- ক্লিক করলেই হবে। যাবতীয় তথ্যাদি যেমন- কত ডলার ট্রান্সপার করবেন, কিভাবে উত্তলোন করবেন তাহা পূরন করে দিলেই। অতপর ৩/৪ দিনের মধ্য আপনার ব্যাংক একাউন্টে অর্থ যোগ হয়ে যাবে।
কাউকে যদি অর্খ ট্রান্সপার করতে চান তাহলে-
Send Funds অপশনে ক্লিক করতে হবে। নিম্নরুপ চিত্র আসবে-
এখানে যাবতীয় তথ্যাদি যেমন- কাকে প্রেরন করতে চান, কত পেমেন্ট দিতে চান, কারেন্সীর মান কোনটি ইত্যাদি তথ্য পূরন করলেই হবে।
(Note- এখানে বাংলাদেশী টু বাংলাদেশীদের কাছে অর্থ প্রেরন করতে পারবেন। আপাতত দেশের বাহিরে ট্রান্সপার করতে পারবেন না। কারন, দেশে যাতে মানি লন্ডারিং তথা দেশের বাহিরে অর্থ পাচার না হয়। সেই লক্ষ্য সরকার ও বাংলাদেশ ব্যাংক এই অপশনটি বন্ধ রাথতে পেজা কর্তৃপক্ষের সাথে চুক্তি করা অআছে। তাই পৃথিবীর যে কোন প্রান্ত হতে Payza একাউন্টে অর্থ অআনতে পারবেন, কিন্তু দেশের বাহিরে ট্রান্সপার করতে পারেন না। )
টাকা উর্পাজন করুন Payza এর মাধ্যমে
আপনি খুব সহজেই Alert pay/Payza এর মাধ্যমে টাকা উর্পাজন করতে পারি।
Payza হল টাকা আদান প্রদানের একটি মাধ্যম ,যার মাধ্যমে টাকা উপার্জন করা যায়। প্রতিটি Referrals একাউন্ট এর জন্য আপনাকে দেওয়া হবে ১০ ডলার । আপনি তিনটি উপায়ে Alert pay Account থেকে টাকা আয় করতে পারেন-
আপনার Referrals link পেতে Earn Money এর উপর ক্লিক করুন।
তারপর Referrals এর উপর ক্লিক করুন
আপনার এই Referrals link টি copy কোরে সবার সাথে share করুন

আপনার এই Referrals link মাধ্যমে কেউ একাউন্ট করলে আপনি পাবেন ১০ ডলার ।
Referrals একাউন্ট এর মাধ্যমে টাকা আয় করতে হলে আপনাকে কিছু শর্তপূরন করতে হবে-
Referrals must open an Alert Pay Personal Pro or Business account.
Referrals must transact $250.00 (sending and/or receiving).
After your 10th referral, we will pay you $10.00 USD a referral.
Self-referrals, or referrals from the same IP address, will not be paid out.
আজ সম্পূর্ণভাবেই এখানে  শেষ করছি Payza একাউন্টের আলোচনার বিষয়বস্তু। আশা করি আমাদের লেখা ২টি পর্ব সম্পূর্ণ পড়লে অসুবিধা থাকার কথা নই। এখানে আমরা আপ্রাণ চেষ্টা করেছি বিস্তারিতভাবে প্রতিবেদনটি তৈরি করার, যাতে সকলের পড়তে ও বুঝতে সুবিধা হই। তবুও কেউ ভূলের উর্দ্ধে নই। এই পোষ্টটি বিষয়বস্তু অলংকরন করতে ও সাজাতে আমাদেরকে প্রায় ৪ দিন সময় ব্যয় করতে হয়েছে। এই পোষ্টটি পড়ে কেউ যদি উপকৃত হন তাহলেই মনে করব আমাদের এই লেখার শ্রম ও কৌশল স্বার্থক হয়েছে। অসুবিধা বা প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন। উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরেও যদি Payza একাউন্ট সম্পর্কে আরো কিছু তথ্য পাই তাহলে পরবর্তীতে আপডেটেড পোস্ট হিসাবে পাবলিশ করার ইচ্ছা থাকল। পরিশেষে সবার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করছি। -আল্লাহ হাফেয-
[ Read More ]

ফেসবুক থেকে কমান্ট করুন

আপনার ভাল লাগতে পারে এমন কিছু পোস্ট

Blogger Widgets