
গুগল ডেস্কটপ শুধুমা্ত্র আপনার কম্পিউটারকে সাহায্য করে না, এটি আপনার কম্পিউটারে নতুন নতুন ইনফরমেশন যোগ করার পাশাপাশি ডেস্কটপে গেজেট ও সাইডবার দেখায়। গেজেটস্ আপনার কম্পিউটারের ডেস্কটপের যেকোন জায়গায় ফিট করতে পারেন.এটি নতুন ইমেইল , আবহা্ওয়ার তথ্য, ছবি, পারসোনালাইজড্ খবর এবং আরও অনেক কিছু দেখায়। সাইডবার হচ্ছে লম্বালম্বিভাবে আপনার ডেস্কটপে গেজেটগুলো রাখতে সাহায্য করে।
অন্যন্যা ফিচারসমূহ:
দ্রুত সার্চ বক্স
স্মার্ট ইন্ডেক্সিং
মাল্টিপল ফাইল টাইপস্
ডেস্কবার এন্ড ফ্লোটিং ডেস্কবার
লক সার্চ
মাইক্রোসফট আউটলুক ইন্টেরোগেশন
আর এটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে
ক্লিক করুন এখানে