PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যাবহারকারী Software, যার
মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে মেক এবং আইপি আড্রেস পরিবর্কতন করে অন্য সার্ভার থেকে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet
সম্পূর্ণ ফ্রি-তে ব্যাবহার করতে পারবেন। এটি Internet এ ব্যাবহারিত আপনার
সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো
ব্যাবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।
এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।
ব্যাবহার বিধিঃ
ধাপ ২# এরপর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফরম আসবে। এটা যথাযত ভাবে পূরন করে Signup এ ক্লিক করুন।
ধাপ ৩# এরপর আপনার দেওয়া Email ID তে একটি Confirmation mail প্রেরণ করা হবে।
আপনার ইমেইল আইডিতে প্রবেশ করে Inbox হতে mail টি ওপেন করে Confirmation
Link এ ক্লিক করতে হবে। এরপর তা আবার PD-Proxy ওয়েব সাইটে Redirect হবে।
এরপর এখান থেকে PD-Proxy Softwareটি download করে নিন।
ধাপ ৪# ডাউনলোড হবার পর PD-proxy_VPN.zip বা .rar ফাইলটি open করুন। এখান থেকে PD-Proxy.exe ফাইলটি Administrative mode এ open করুন।
ধাপ ৪# এরপর
চিত্রের মত আপনার রেজিস্টার-কৃত User name ও Password দিয়ে Connect বাটনে
ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে connection পেয়ে যাবে।
এখন থেকে প্রতিদিন এভাবে Free 100 MB internet ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়া।
এরপরও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর কে কে পেরেছেন তা তো অবশ্যই বলবেনই 

খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post.
Best Dwonload Site BDMela24.Com
কিডনি বিক্রি করে অাইফোন কেনার চেষ্টা!
নিজের কিডনি বিক্রি করে আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬ এস কেনার চেষ্টা করেছেন চীনের দুই ব্যাক্তি।
চায়না ডেইলির এক প্রতিবেদনে জানিয়েছে, উয়ু নামের এক ব্যক্তি নতুন আইফোন কেনার ইচ্ছার কথা তাঁর বন্ধু হুয়াংকে জানান। কিন্তু আইফোন কেনার সামর্থ্য না থাকায় কিডনি বিক্রি করার পরিকল্পনা করেন তাঁরা। ইন্টারনেটের মাধ্যমে অবৈধ অঙ্গ-প্রত্যক্ষ ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে যোগাযোগও করেন। বিস্তারিত জানতে ক্লিক করুন Bd news