Blogger Widgets
আপনি ফেসবুক এ এই ব্লগ এর ফ্যান পেজ টা ঘুরে আসতে পারেন , আর ভাল লাগলে একটা লাইক দিতে ভুলবেননা . Please Go our Facebook Fan page!

Liked us?

Blogger Widgets

ওয়েব ডেভেলপমেন্ট শেখার ১১ ইবুক!

ওয়েব ডেভেলপমেন্ট শেখার ১১ ইবুক!

শেখার জন্য ইন্টারনেটের বিকল্প নেই! আপনি যা শিখতে চান বা জানতে চান ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার রিসোর্স পেয়ে যাবেন। যারা ওয়েব ডেভেলপার হতে চান বা ওয়েব ডেভেলপিং শুরু করেছেন তাদের এ বিষয়ে পড়াশোনার প্রয়োজন হয়।

তাদের সুবিধার্তে ১১টি ই-বুক ডাউনলোড লিংকসহ এখানে প্রকাশ করা হয়েছে। বইগুলো ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় শেখার জন্য দারুন সহায়ক।

১. এইচটিএমএল কুইক লার্নিং গাইড (http://www.tusfiles.net/oec90obutf4n)
আপনি যদি এইচটিএমএল৫ শিখতে চান তাহলে এই বইটি আপনার জন্য দারুন সহায়ক হবে। বইটিতে আপনি এইচটিএমএল এর বেসিক এলিমেন্ট সম্পর্কে জানতে পারবেন।

২. হেড ফাস্ট এইচটিএমএল উইথ সিএসএস অ্যান্ড এক্সএইচটিএমএল (http://books.google.co.uk/books?id=589iSbn9WYkC&printsec=frontcover&dq=css&lr&ei=hDZPSonfO5SQzASWw-zVAg#v=onepage&q&f=false)
এই ই-বুকটি পড়ে আপনি এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে স্ট্যান্ডার্ড ওয়েব পেজ তৈরি করতে পারবেন।


৪. এইচটিএমএল৫ ডব্লিউটিএফ (http://noteandpoint.com/2010/04/html5-wtf/)
এইচটিএমএল ৫ এর ওভারভিউ ও আগের সংস্করণগুলোর পার্থক্য জানতে ও শিখতে পারা যাবে এই বইটি থেকে।

৫. এইচটিএমএল অ্যান্ড এক্সএইচটিএমএল (http://books.google.co.uk/books?id=RdrG1aJZ4lgC&pg=PA1&dq=html&lr#v=onepage&q&f=false)
সহজে ও বিস্তারিতভাবে এইচটিএমএল ও এক্সএইচটিএমএল শেখার অনন্য বই এটি।

৬. জাভাস্কিপ্ট প্রোগ্রামিং ফর দ্য অ্যবসলুট বিগিনার (http://books.google.co.uk/books?id=87uSUFLbSCAC&printsec=frontcover&dq=javascript&lr#v=onepage&q&f=false)
নামেই বোঝা যাচ্ছে যারা জাভাস্কিপ্ট শিখতে চান তাদের জন্য সহায়ক এ বইটি।

৭. ডাইভ ইনটু এক্সেসিবিলিটি (http://diveintoaccessibility.org/)
কোনো একটি ওয়েবসাইট শুরু করতে গেলে একজন ওয়েব ডেভেলপার যে যে প্রশ্নের সম্মখীন হন তার সহজ উত্তর রয়েছে এই বইটিতে। আপনি কি কারণে ওয়েবসাইটটি তৈরি করছেন? কি ধরণের বিষয় থাকবে? আরো বেশি কার্যকরী ও ব্যবহারবান্ধব করার জন্য কি করা যেতে পারে সেটা জানতে পারবেন।

৮. স্পিড আপ অন এইচটিএমএল৫ অ্যান্ড সিএসএস৩ (http://noteandpoint.com/2009/10/up-to-speed-on-html-5-and-css-3/)
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের নিয়ে কাজ শুরু করতে চান। তাহলে এই বইটি পড়তে পারেন।

৯. ২০ থিংস আই লার্নড অ্যাবাউট ব্রাউজার অ্যান্ড দ্য ওয়েব (http://www.20thingsilearned.com/en-US/home)
ওয়েব, কুকিজ, হিস্টোরিসহ ব্রাউজারের যাবতীয় জানতে চান তাহলে এই বইটি পড়তে পারেন।

১০. অ্যাসেনশিয়াল জাভাস্কিপ্ট অ্যান্ড জেকোয়ারি ডিজাইন প্যাটার্ন (http://addyosmani.com/blog/essentialjsdesignpatterns/)
জাভাস্কিপ্ট এবং জেকোয়ারি ডিজাইন প্যাটার্ন শেখার অসাধারণ বই এটি।

১১. লার্নি পিএইচপি৫ (http://books.google.co.uk/books?id=r0RzbTtX1VsC&printsec=frontcover&dq=php&lr#v=onepage&q&f=false)
পিএইচপি৫ শিখতে চান তাহলে বিস্তারিত পাবেন এই বইয়ে

লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে করে দিন।

3 Responses so far.

  1. Unknown says:

    খুব সুন্দর একটি পোস্ট। Awesome Post.

    Best Dwonload Site BDMela24.Com

  2. Realizar um teste de velocidade da sua internet pode te alertar se o seu provedor não está liberando a quantidade de mpbs que está no contrato. O que pode deixar a internet muito mais lenta, impossibilitando a entrada em sites ou fazer downloads.
    Para realizar o teste de velocidade da sua internet, existem diversos sites.

Leave a Reply

ফেসবুক থেকে কমান্ট করুন

আপনার ভাল লাগতে পারে এমন কিছু পোস্ট

Blogger Widgets