আজকে দেখাবো কিভাবে বাংলাদেশের যে কনো ল্যান্ড ফোন নাম্বার দিয়ে ফোন এর মালিকের নাম, ঠিকানা সব কিছু বের করতে পারবেন। আসলে কাজটা খুব ই সহজ। আমি স্টেপ বাই স্টেপ ছবি দিয়ে দিলাম। যেখানে মার্ক করা আছে ক্লিক করবেন। চলেন শুরু করি তাহলে ছোট খাট একটা নাদান হ্যাকিং। লল, হাহাহাহা, লল……
১। এখানে যান
তারপর Login এ ক্লিক মারেন।
২। প্রথমেই বলে রাখি আসলে কাহিনি হলো যে, আপনে যেই নাম্বার দিয়ে ঠিকানা বের করতে চান ঠিক সেটাই হল পাসওয়ার্ড। বুঝাতে পারলাম? ধরেন একটা নাম্বার 09166501এটার ঠিকানা বের করবো তাহলে পাসওয়ার্ড কি হবে? 09166501 এটাই হবে। বুঝা গেছে? আর নাম্বার দেয়ার সময় অবশ্যই এরিয়া কোড ইউস করুন পাসওয়ার্ড এর খেত্রেও।
৩। login করার পর দেখেন দুটি অপশন এসেছে ...
*একটি হল Change Password > যার দারা আপনি উক্ত নাম্বার এর password পরিবর্তন করে ফেলতে পারেন ।।
এটা করে রাখলে , অন্য কেউ আর সেই নাম্বার এ আর আগের password দিয়ে login করতে পারবেনা ............।।
*PRINT/VIEW CUSTOMER BILL এটা দারা আপনি উক্ত নাম্বার এর থিকানা কল ও ডিটেলস দেখতে পারবেন ।

৪। এখন ধরুন আপনি উক্ত নাম্বার এর থিকানা দেখবেন তাহলে ২য় টা ক্লিক করে একটি অপশন সিলেক্ট করে মাস ও বছর লিখুন ।।
ইন্টার চাপুন ... একবার না হলে ট্রায় করুন ...। হবে । । ।। । । ।
তার পর নিচের মত একটা পেজ আসবে

লক্ষ্য করে দেখুন সব দেয়া আছে ... মার্ক করা স্থানে দেখুন এড্রেস দেয়া আছে ।
কোন সমস্যা হলে কমান্ট করে জানান ।, ।। । । ।।