Blogger Widgets
আপনি ফেসবুক এ এই ব্লগ এর ফ্যান পেজ টা ঘুরে আসতে পারেন , আর ভাল লাগলে একটা লাইক দিতে ভুলবেননা . Please Go our Facebook Fan page!

Liked us?

Blogger Widgets

মোবাইল থেকে ডিলিট করে দেওয়া এসএমএস পড়ুন

আসসালামুয়ালাইকুম............।


আমরা অনেক সময় আমাদের বন্ধুর কাছ থেকে অনেক এসএমএস পেয়ে থাকি। যেগুলো পরে ডিলিট হয়ে যায়। মাঝে মাঝে ওই এসএমএস দরকার পরে যায়। কিন্তু ডিলিট করার ফলে ওই এসএমএস আর পাওয়া যায় না। নোকিয়ার সিম্বিয়ান মোবাইলে একটি সফটওয়্যারের মাধ্যমে ডিলিট করা এসএমএস খুব সহজে ফিরিয়ে আনা যায়। সিম্বিয়ান হল নোকিয়ার একটি অপারেটিং সিস্টেম। আমাদের মোবাইলে আসা এসএমএস সাধারনত মেমোরি কার্ডে জমা হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটি করা যায়।



উপকরণ সমূহঃ
১ নোকিয়ার যেকোনো সিম্বিয়ান মোবাইল।
২ FExplorer সফটওয়্যার। এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
৩ এবার নিচের ধাপগুলো লক্ষ্য করুন।
কার্যপ্রণালীঃ
১ প্রথমে FExplorer সফটওয়্যারটি ওপেন করুন।
২ এবার আপনার মেমোরি কার্ডে প্রবেশ করুন যেটা C: or D: নামে থাকবে।
৩ এবার system>mail এ যান।
৪ mail ফোল্ডারে একটি অন্যরকম ফোল্ডার পাবেন যার নাম হতে পারে 0010001_s ।
৫ এখানে আপনার মোবাইল থেকে ডিলিট করে দেওয়া এসএমএস ও পাবেন।
৬ আপনার কাঙ্ক্ষিত এসএমএস টি বের করুন।
৭ আপনি এটি সাধারনভাবে খুলতে পারবেন না।
৮ এর জন্য আপনাকে open > file > hex/text viewer এর মাধ্যমে ওপেন করতে হবে।
৯ এই পদ্ধতির মাধ্যমে আপনি ডিলিট করে দেওয়া এসএমএস পুনরায় পরতে পারবেন।

নোকিয়ার যেকোনো সিম্বিয়ান সেট দিয়ে এটা করা সম্ভব।..................


Leave a Reply

ফেসবুক থেকে কমান্ট করুন

আপনার ভাল লাগতে পারে এমন কিছু পোস্ট

Blogger Widgets