Pages - Menu

পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ পরিবর্তন করে নিন খুব সহজে .........

 পরিবর্তন করে নিন উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ
উইন্ডোজ সেভেন নিঃসন্দেহে উইন্ডোজ সিরিজের একটি চমতকার ভার্সন। উইন্ডোজ সেভেনের নানা স্বকীয় বৈশিষ্ট্য তাকে অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে আলাদা করে রাখে।
অনেকেই উইন্ডোজ সেভেনের ডিফল্ট লগিন স্ক্রীণটি দেখতে দেখতে বিরক্ত হয়ে যান। ঠিক তাদের জন্যই আমি আমার এই পোস্টটি করছি। অনেকেই মনে মনে ভাবেন, যদি এই লগিন স্ক্রীণটা ডেস্কটপ ওয়ালপেপারের মতো করে চেঞ্জ করতে পারতাম তাহলে কত না ভাল হতো।
এজন্য আপনাদের উপহার দেব আজ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনারা যে কোন ছবিকেই উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য নিচের লিঙ্ক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলুন। এরপর ইন্সটল করে ব্যবহার করুন। সফটওয়্যারটির ব্যবহারবিধি খুবই সহজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন